সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রায় ২৫০০০ শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করে দেওয়া হয়। কিন্তু পরে যে সমস্ত শিক্ষিক-শিক্ষিকার বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি (non-tainted teachers) তাদের শর্তসাপেক্ষে বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এইরূপ শিক্ষক-শিক্ষিকার জেলাভিত্তিক তালিকা স্কুল সার্ভিস কমিশন থেকে প্রতিটি জেলার DI Office-এ পাঠানো হয়, সেই লিস্ট সোশাল মিডিয়ায় চলে আসে, আমরা সেখান থেকেই এই তালিকা সংগ্রহ করেছি। তাই এই তালিকার সত্যতার দায়ভার EduKare গ্রহণ করেনা। কোনরকম অসঙ্গতি বা তথ্যের অপূর্ণতা থাকলে আমরা ক্ষমাপ্রার্থী। এছাড়াও আপনার যদি কোনও মতামত থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 7586882929।