facebook

এস.এস.সি. নিয়োগে (SLST 2025) বড় পরিবর্তন

slst 2025 big update
SLST 2025 Big Update: স্কুল সার্ভিসের শিক্ষক-শিক্ষিকা নিয়োগে বড় বদল। আজ থেকে আর জাতিভিত্তিক আবেদন নয়!
June 25, 2025
1150

SLST 2025 Big Update: স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন করল কমিশন। আজ থেকে কোনও জাতিভিত্তিক আবেদন করা যাবেনা, অর্থাৎ সবাইকেই ‘জেনারেল’ ক্যাটেগরি হিসেবেই আবেদন করতে হবে।

আদালতে ও.বি.সি. সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়ার জন্যই এই সীদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে। তবে শুধুমাত্র ও.বি.সি. বাদে অন্য জাতিকেও (এস.সি./এস.টি.) কেন বঞ্চিত করা হচ্ছে তা নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি। অর্থাৎ, এস.সি./এস.টি.-দের ক্ষেত্রেও ২০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা দিয়েই আবেদন করতে হবে। কমিশন জানিয়েছে এই মামলার নিষ্পত্তি হলে আবার একটি লিংক দেওয়া হবে, তখন সেই লিংক থেকে জাতিগত তথ্য পরিবর্তন করা যাবে। যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন, তাদের এখন কিছু করার দরকার নেই।

গত ১৬ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, এবং আবেদন করার শেষ তারিখ ১৪ই জুলাই। মোট শুন্যপদ রয়েছে নবম-দশমে ২৩,২১২ এবং একাদশ-দ্বাদশে ১২,৫১৪।

Read Official Notification by SSC: Click here to download

Related education news

R