facebook

মাধ্যমিক ২০২৫ রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ

madhyamik 2025 review
Madhyamik 2025 Review & Scrutiny: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আজ মাধ্যমিকের PPR এবং PPS-এর ফলাফল প্রকাশ করেছে।
June 18, 2025
269

Madhyamik 2025 Review & Scrutiny: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আজ, ১৮ই জুন, ২০২৫, সকাল ৯টা থেকে মাধ্যমিকের পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR) এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS)-এর ফলাফল প্রকাশ করেছে। যে সকল ছাত্রছাত্রী তাদের নম্বর পর্যালোচনা বা স্ক্রুটিনির জন্য আবেদন করেছিল, তারা এখন নিজেদের চূড়ান্ত ফলাফল দেখতে পাবে। https://result.wbssedata.com এ গিয়ে নিজের রোল ও জন্মতারিখ দিয়ে নতুন ফলাফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা। এছাড়াও স্কুল লগিন করে স্কুল কর্তৃপক্ষ নিজের স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীর ফল একসাথে পি.ডি.এফ. আকারেও ডাউনলোড করে নিতে পারবেন। আগামী ৭ দিনের মধ্যে রিজিওনাল অফিস থেকে পুরানো মার্কশীট জমা দিয়ে নতুন মার্কশীট সংগ্রহ করতে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। রিভিও স্ক্রটিনির ফল ঘোষণা পর ৯ জন নতুন করে মেধা তালিকায় স্থান পেল। অষ্টম স্থানে দুজন ছিল তাদের স্থান পরিবর্তন হয় তাঁরা সপ্তম স্থান অধিকার করেছে। দশম স্থানে একজন ছিল সে নবম স্থান অধিকার করেছে।

Related education news

R