facebook

সুপ্রিম কোর্টে আবার ধাক্কা খেল এস.এস.সি.

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সেই সময়ের নিয়ম এবং প্রার্থীদের নিয়েই সম্পন্ন হওয়া উচিত ছিল। কিন্তু কমিশন পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছে।
November 26, 2025
28

আজ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস সংক্রান্ত যে শুনানি ছিল, সেই শুনানি সরকার ও এস.এস.সি. দুজনের জন্যই সুখকর হয়নি। আজকেও এস.এস.সি.র পক্ষ থেকে ‘প্রমাণিত দাগী’-দের পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি চাওয়া হয়, কিন্তু তা খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। এছাড়াও আজ বিচারপতিদের থেকে যে বক্তব্যগুলি শোনা যায়, তা বেশ তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে। আদালতের মতে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সেই সময়ের নিয়ম এবং প্রার্থীদের নিয়েই সম্পন্ন হওয়া উচিত ছিল। কিন্তু কমিশন নতুন শূন্যপদ (Vacancy) যোগ করে এবং নতুন নিয়ম প্রবর্তন করে পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছে। আদালত পরিষ্কার ভাষায় জানিয়েছে, আজকের এই আইনি জটিলতার জন্য এসএসসি এবং রাজ্য সরকারই দায়ী। এরপর এই সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়।

Related education news

R