facebook

শুরু হল SIR-2026 এর অনলাইনে (SIR form Online) আবেদন প্রক্রিয়া

sir form online west bengal
অবশেষে প্রায় ৪ দিন পর টেকনিক্যাল সমস্যা মিটিয়ে ৮ই নভেম্বর থেকে শুরু হল অনলাইনে SIR-এর ফর্ম ফিলাপ (SIR form Online)।
November 8, 2025
237

অবশেষে প্রায় ৪ দিন পর টেকনিক্যাল সমস্যা মিটিয়ে ৮ই নভেম্বর থেকে শুরু হল অনলাইনে SIR-এর ফর্ম ফিলাপ (SIR form Online)। সরাসরি ভোটার্স পোর্টালের লিংকে গিয়ে নিজের প্রোফাইলে লগিন করুন। এরপর ধাপে ধাপে নির্দেশমত এগিয়ে গেলেই ফর্ম জমা দেওয়া সম্পন্ন হবে।

👉 ভোটার্স পোর্টালের লিংক: Click here

তবে অনলাইনে ফর্ম ফিলাপ করতে গেলে নীচের শর্তগুলির সবকটি মানতে হবে।

  • ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকতে হবে, অন্যথা ফর্ম-৮ ফিলাপ করে লিংক করিয়ে নিতে হবে।
  • ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নাম এক হতে হবে। অন্যথা আপনাকে অফলাইনেই ফর্ম জমা দিতে হবে।
  • আপনার ডিভাইসে ২MB এর কম সাইজে একটি রঙিন পাসপোর্ট ছবি স্ক্যান করা থাকতে হবে।

এই শর্ত গুলির কোনটি আপনার না থাকলেও ভয় পাওয়ার কারণ নেই, আপনি নিশ্চিন্তে আপনার বি.এল.ও.-র কাছে ফর্ম জমা দিতে পারবেন, সেক্ষেত্রে উপরের কোনও শর্তই প্রযোজ্য নয়।

Related education news

R