facebook

৩২০০০ প্রাথমিক শিক্ষক মামলার রায়দান ডিসেম্বরেই (32000 Primary Teachers Case)

৩২০০০ প্রাথমিক শিক্ষক মামলার শুনানি শেষ হল, রায়দান ডিসেম্বরেই (32000 Primary Teachers Case)
November 12, 2025
27

পরপর শেষ দুদিন টানা শুনানির পর অবশেষে সমাপ্তি ঘটলো ৩২০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল মামলার শুনানি (32000 Primary Teachers Case)। গত ১১ই নভেম্বর পর্ষদের পক্ষের আইনজীবী কিশোর দত্ত আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেন, যেখানে এস.বসু.রায় কোম্পানির ভূমিকা, প্যানেল, র‍্যাংক জাম্পিং ইত্যাদির মত অনেক উল্লেখযোগ্য অভিযোগ কার্যত ভুল প্রমাণ করে দেন। আজ ১২ই নম্ভেম্বর অভিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের হয়ে আরও অনেক আইনজীবী মামলাকারীদের বিভিন্ন অভিযোগের বিপক্ষে বিভিন্ন যুক্তি খাড়া করেন। আজ আইনজীবী মিনাক্ষী আরোরা ভিডিও কলে নিজের বক্তব্য পেশ করেন, এবং তিনি সুন্দর ভাবে এটা বুঝিয়ে দেন, এই মামলার সাথে এস.এস.সি. ও ত্রিপুরার শিক্ষক বাতিল ঘটনার কোন কোন জায়গায় অমিল রয়েছে। সব শেষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আরও একবার শুনে আজকের শুনানি শেষ হল। রায়দান স্থগিত রাখা হয়েছে।

Related education news

R