facebook

বকেয়া ডি.এ. নিয়ে বড় খবর, কতটা হাতে পাবেন?

arrear da update
Arrear DA Update: রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে নতুন খবর।
June 20, 2025
629

Arrear DA Update: রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। ডিএ-র একাংশ পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি আইনি দিক থেকে কতটা সঠিক, তা নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে।

বকেয়া ডিএ-র ২৫ শতাংশের ৮০ শতাংশ সরাসরি কর্মীদের বেতনের অ্যাকাউন্টে জমা করা হবে। বাকি ২০ শতাংশ কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। তাদের ক্ষেত্রে পিএফ-এ টাকা জমার কোনো বিষয় থাকছে না

Related education news

R