facebook

HS New Syllabus 2024 – উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস

কদিন আগেই ঘোষণা হয়েছে নতুন পরীক্ষা পদ্ধতি, আর তার ভিত্তিতেই আজ প্রকাশ করা হল উচ্চমাধ্যমিকের নতুন সিলবাস (HS New syllabus 2024) ও নম্বর বিভাজন। আজ রাত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে এই নতুন সিলেবাস আপলোড করা হয়।

নতুন এই সিলেবাসে রয়েছে বেশ কিছু নতুন চমক এবং আধুনিকতার ছোঁয়া, যা ছাত্র-ছাত্রীদের বেশ উৎসাহিত করতে পারে। তবে কিছু কিছু বিষয় আবার বেশ কঠিন থেকে কঠিনতর করে দেওয়া হয়েছে।

HS New Syllabus 2024

প্রতিটি বিষয়ের নতুন সিলেবাস “সেট”-ভিত্তিক দেওয়া হল।

শিক্ষাসংক্রান্ত যেকোনও নতুন খবর পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন – Follow now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *