বাংলার শিক্ষা পোর্টালে (Banglarshiksha SMS Portal) শুরু হল “Bulk Marks Entry 2024”-এর সুবিধা।
এতে সার্ভারের উপর চাপ অনেক কমবে, ফলে কাজ করতেও সুবিধা হবে অনেক।
কীভাবে করবেন Bulk Marks Entry?
- Login করুন Banglarshiksha SMS portal-এ।
- প্রথমে প্রতি বছরের মত Teachers Allocation করবেন, Subjcet Allocation করবেন।
- তারপর যান- Evolution > Download Excel for Marks Upload, এরপর Class আর subject বেছে নিলেই একটি Excel Sheet download করা যাবে, যাতে আপনার বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীর নাম সহ একটি Excel file download হবে।
- এরপর এই excel sheet-এ সমস্ত নম্বর বসিয়ে ফাইলটি সেভ করুন। এর জন্য কোনও internet-এর প্রয়োজন হবেনা।
- সমস্ত নম্বর তোলা হয়ে গেলে, এবার যান- Evolution > Upload Excel for Marks Upload-এখানে। এখানে আবার Subject, Class বেছে নিয়ে ঐ Subject, Class-এর Excel file টি আপলোড করুন।
- এভাবে সমস্ত বিষয় আর সমস্ত শ্রেণির ফাইলগুলি আপলোড করুন, তাহলেই আপনার কাজ সম্পন্ন হবে।
১। ভাষা নির্বাচনের পদ্ধতি- https://www.youtube.com/watch?v=PndrSwzjYfc&ab_channel=Riya%27sGarden
২। বিষয়ভিত্তিক শিক্ষক/শিক্ষিকা নির্বাচন- https://www.youtube.com/watch?v=GDsB3YM-JEY&ab_channel=Riya%27sGarden
৩। CCE Marks Entry পদ্ধতি- https://www.youtube.com/watch?v=MB4LMoXMT4w&ab_channel=Riya%27sGarden
৪। Bulk Marks Entry পদ্ধতি- https://www.youtube.com/watch?v=Vrkg7Rh6SXg&feature=youtu.be