আর নয় শুধু বার্ষিক পরীক্ষা, কলেজের মত পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিকেও শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি (Semester system in HS 2026)। অর্থাৎ এবার থেকে ছাত্র-ছাত্রীদের বছরে দুবার মুখোমুখি হতে হবে মেইন পরীক্ষার, আর এই দুই পরীক্ষার নম্বর নিয়েই হবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ।
কবে থেকে শুরু হবে এই পদ্ধতি (Semester System on HS)?
- উচ্চমাধ্যমিক সংসদের নোটিফিকেশন অনুযায়ী এই শিক্ষাবর্ষ থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণীতে এই সেমিস্টার পদ্ধতি (Semester System) চালু করা হচ্ছে।
- তবে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এই পদ্ধতি শুরু হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে।
নতুন পাঠ্যক্রম কি চালু হবে?
এই ব্যাপারে সংসদের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি এখনও, তবে নতুন পদ্ধতির জন্য নতুন পাঠ্যক্রম (New Syllabus) চালু করাই বাঞ্ছনীয়। তবে সংসদ কী ভাবছে সেটা জানার জন্য আমাদের আরও কদিন অপেক্ষা করতে হবে।
কী লেখা আছে নির্দেশিকায়? (Official Notification on Semester System in HS 2026)
গত ৬ই মার্চ ২০২৪-এ প্রকাশিত নির্দেশিকায় (Memo No.: L/PR/133/2024 dated 06.03.2024) বলা হয়েছে-
On behalf of West Bengal Council of Higher Secondary Education, we are glad to announce that the School Education Department, Govt. of WB has given us the permission vide memo no. 340-SED-11099/312/2023 dated 06.03.2024 to introduce the Semester System at the Higher Secondary Level from the Academic Session 2024-25 for Class XI and subsequently from the Academic Session 2025-26 for Class XII. The detailed syllabus and semester wise implementation strategy will be uploaded soon.