প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্নায়ক পরীক্ষা Primary TET 2022 অনুষ্ঠিত হয়েছিল গত ১১ই ডিসেম্বর। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Borad of Primary Education -WBBPE) এই পরীক্ষা পরিচালনা করে থাকে। আজ প্রায় একমাস পর এই পরীক্ষা উত্তরপত্র প্রকাশ করল পর্ষদ। যদিও এটি চূড়ান্ত উত্তরপত্র নয়, এই উত্তরপত্রে কোনও ভুল থাকলে পরীক্ষার্থী তা ধরিয়ে দিতে পারে পর্ষদকে, সেই সুযোগ দেওয়া হবে আগামী ১৩ই জানুয়ারী ২০২৩ থেক ১৭ ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত।
- প্রতিটি ভুল উত্তর চ্যালেঞ্জ করার জন্য ৫০০ টাকা জমা করতে হবে, উত্তর ভুল প্রমাণিত হলে ওই টাকা ফেরত দেওয়া হবে।
- ভুল উত্তরগুলি শুধরে নিয়ে পর্ষদ চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করবে এবং সেই উত্তরের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। তার পর আর কোনও অভিযোগ গ্রহণ করা যাবেনা।
Primary TET 2022 Answer Key Download
(সব বুকলেট উপলব্ধ আছে)
- Booklet-A এর উত্তরপত্র: Download here
- Booklet-B এর উত্তরপত্র: Download here
- Booklet-C এর উত্তরপত্র: Download here
- Booklet-D এর উত্তরপত্র: Download here
- Booklet-E এর উত্তরপত্র: Download here
Add a comment