facebook

আবার বেতনসংক্রান্ত ধাক্কা খেল রাজ্য সরকার

সরকারি কর্মচারীদের ষষ্ঠ পে কমিশনের (6th Pay Commission) সুপারিশে বেতন বাড়লেও, সেই সুপারিশ নাকি বিধানসভায় পাশই করা হয়নি!
June 17, 2025
166

সরকারি কর্মচারীদের ষষ্ঠ পে কমিশনের (6th Pay Commission) সুপারিশে বেতন বাড়লেও, সেই সুপারিশ নাকি বিধানসভায় পাশই করা হয়নি! তাহলে কোন সুপারিশের ভিত্তিতে অর্থ দপ্তর এই বেতন বৃদ্ধি করল? আসল সুপারিশে কত শতাংশ ডি.এ., এইচ.আর.এ. -এর উল্লেখ ছিল তা এতদিনেও জনসমক্ষে আনা হয়নি কেন? এই প্রশ্নগুলির উত্তর নেই রাজ্য সরকারি কর্মচারীদের কাছে।

‘ইউনিটি ফোরামের’ (Unity Forum) পক্ষ থেকে RTI করা হলেও কোনও সদুত্তর মেলেনি। তাই বাধ্য হয়ে মামলা করেন ওই সংগঠন। আজ ১৭ই জুন এই মামলা ওঠে মাননীয়া বিচারপতি অমৃতা সিনহার (বেঞ্চে। বিচারপতি বলেন, “এই ধরনের গুরুত্বপূর্ণ একটি নথি এতদিন ধরে অপ্রকাশিত রাখা শুধু অনুচিতই নয়, বরং কর্মীদের প্রতি এক ধরনের অবিচার।”

বিচারপতি নির্দেশ দেন আগামী ১লা জুলাইয়ের মধ্যে এই রিপোর্টের কপি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এবং এর একটি কপি মামলাকারীদেরও প্রদান করতে হবে।

Related education news

R